December 22, 2024, 10:12 pm
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের অভিনন্দন।
এক অভিনন্দন বার্তায় বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভূতপূর্ব বিজয় লাভ করায় তিনি তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আমাদের দুই দেশের মধ্যে বর্তমানে চলমান গণতান্ত্রিক, অর্থনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে এবং আমাদের দুই দেশের জনগনের মধ্যে ভাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা এক অন্যন্য উচ্চতায় পৌঁছাবে। তিনি আরো আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বে ইসরাইল-ফিলিস্তিন-লেবাননের যুদ্ধের অতিসত্বর অবসান হবে এবং ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতিক্ষিত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে অনুপ্রেরণা যোগাবে।