December 24, 2024, 4:59 pm
অরুন দেবনাথ,খুলনাঃ ‘সমবায়ে গড়ছি দেশ,স্মাট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বেলুন উড়িয়ে এবং শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার আসিফ রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্যদেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, থুকড়া জনতা বহুমূখী সমবায় সমিতির প্রিন্সিপ্যাল অফিসার এস,এম গোলাম কুদ্দুস প্রমূখ।