December 23, 2024, 8:45 am
নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ দিনে ডিম সিন্ডিকেট প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ডিমের বাজারে অস্থিরতার জন্য তারা তেজগাঁও ডিম সমিতিকে দায়ী করেছে।
আজ শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে রাজধানীর তেজগাঁয় ডিম ব্যবসায়ী সমিতি ও কিছু করপোরেট প্রতিষ্ঠান সরবরাহে সংকটের অজুহাতে ডিমের দাম বাড়িয়ে মুনাফা করছে বলে অভিযোগ করা হয়। এ সময় জানানো হয়, ১ মে থেকে ২৫ মে পর্যন্ত ৩ টাকা লোকসান হিসেবে ২৫ দিনে ৩৬০ কোটি টাকা লোকসান করেছেন প্রান্তিক খামারীরা।
আর গত এক মাসে কর্পোরেট কোম্পানিগুলো মুরগির বাচ্চা বিক্রিতে প্রায় ১৩শ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি পোল্ট্রি ফিডের বাজার থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা তুলে নিয়েছে।