December 24, 2024, 2:38 am
তামান্না আক্তারঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট মার্কেটে সর্বজনীন কিউআর (QR) কোড এবং পিওএস (POS) ভিত্তিক ক্যাশলেস পরিশোধ ব্যবস্থায় চালু হল।
সোমবার (২৯ এপ্রিল ২০২৪) বিকালে খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন ফরচুন কনভেনশন হলে মার্কেটকে সম্পূর্ণ ক্যাশলেস পরিশোধ ব্যবস্থার অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), মাস্টারকার্ড যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সঙ্গে যুক্ত এই উদ্যোগটি ১০৪৭ জন ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থ গ্রহণে সক্ষম করবে।
বাংলা কিউআর ও পিওএস মেশিনের সাহায্যে এখন পেমেন্ট গ্রহণ করতে পারবেন খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরির পাশাপাশি আনুষ্ঠানিক আর্থিক পরিষেবায়ও নিজেদের যুক্ত করতে পারবেন তারা। একইসঙ্গে, ভোক্তারাও কার্ড, ব্যাংক অ্যাপ ও এমএফএস ওয়ালেটের সাহায্যে অর্থ প্রদানের মাধ্যমে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হয়েছি। আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যক্রম শুরু করেছি। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনেকগুলো সেবাই এখন অনলাইনের আওতায় নিয়ে এসেছি। হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য এবং ট্রেড লাইসেন্সের জন্য এখন আর কাউকে ডিএনসিসির অফিসে যেতে হয় না। অনলাইনেই ঘরে বসে এই সেবা পাচ্ছে নগরবাসী। পর্যায়ক্রমে অনলাইন সেবার পরিসর বাড়ানো হবে ‘
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মোঃ শরাফত উল্লাহ খান ও মাস্টারকার্ড সাউথ এশিয়ার চীফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিএনসিসি’র ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাখাওয়াত হোসেন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর মিতু আক্তার প্রমুখ।