December 23, 2024, 3:30 am
এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আফগানদের বোলিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল শ্রীলঙ্কা। সুপার ফোরে যেতে এই ম্যাচে জিততে হবে শ্রীলঙ্কাকে। তবে হারলেও সুযোগ থাকবে লঙ্কানদের।
অন্যদিকে বাংলাদেশের কাছে ৮৯ রানে হেরে এশিয়া কাপ শুরু করে আফগানরা। তাই সুপার ফোরে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রশিদ-মুজিবদের। হারলেই বিদায় নিবে তারা। জিতলেও তাকিয়ে থাকতে হবে বিভিন্ন সমীকরণের দিকে।
শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাভিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।
আফগানিস্তান দল: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকী।