December 23, 2024, 10:20 am
হানিফ পাঠানঃ টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ই ডিসেম্বর) সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ প্রাঙ্গণ অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষ এর পরিচালনায় এই আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ প্রভাতী শাখার সহকারী প্রধান মোঃ আব্বাস আলী, কলেজ সমন্বয়ক মোহাম্মদ শাহীন , শিক্ষক প্রতিনিধি হাজী মোঃ, আলতাফ হোসেন, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান,সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ আলী, চৌধুরী আশরাফ হোসেন, সুরুজ্জামান সরকার, গোলজার হোসেন আকন্দ, মাও, আবুল কাশেম, হাবিবুর রহমান বিএসসি, সায়দুর রহমান, মোঃ বেলাল হোসেন, মাওঃ খায়রুল ইসলাম মল্লিক, নাসরিন আক্তার খানম, মোহাম্মদ আব্দুল্লাহ,মোঃ আক্তার হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ সেলিম খান প্রমুখ।
আয়োজিত আলোচনা সভা শেষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।