December 26, 2024, 5:50 am
ইসমাঈল হোসাইনঃ গতকাল ৩০সে ডিসেম্বর জাতীয় পার্টির সাবেক নেতা ও গাজীপুর মহানগরের জাতীয় পার্টির সাবেক স্বাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের বিরুদ্ধে সেলিনা বেগম (৪৫) টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে সেলিনা উল্যেখ করেন, আমি মোসাঃ সেলিনা (৪৫), স্বামী- মোঃ বাদল শেখ, ঠিকানা- পূর্ব আরিচপুর বউ বাজার, থানা- টঙ্গী পূর্ব জিএমপি, গাজীপুর, এই মর্মে জানাইতেছি যে, আমার ছেলে সেনাবাহীনিতে চাকুরীর আবেদন করে। গত এগারো মাস পূর্বে বিবাদী মোঃ বিল্লাল (২৫), পিতা- শরবত আলী খান, ঠিকানা- পূর্ব আরিচপুর বউ বাজার, থানা- টঙ্গী পূর্ব জিএমপি, গাজীপুর, আমাকে আমার ছেলের চাকুরীর নিশ্চয়তা প্রদান করিয়া জানায় তাহার বস বিবাদী (২) জয়নাল আবেদীন (৫৫), পিতা- অজ্ঞাত, ঠিকানা- আরিচপুর বউ বাজার, থানা- টঙ্গী পূর্ব জিএমপি, গাজীপুর, এর কথা বলে।
বিল্লাল জয়নাল আবেদীনকে নিয়ে আসিয়া আমার ঠিকানায় বসিয়া ষ্ট্যাম্পমূলে মোট ৩,৯৫,০০০/-(তিন লক্ষ পঁচানব্বই হাজার) টাকা নেয়। টাকা নেয়ার পর বিবাদীরা চাকুরী না দিয়ে প্রতারনা শুরু করে। বিবাদীদের ফোন করিলে বিবাদীরা ফোন রিসিভ করে না। বিবাদীরা ফোন রিসিভ করিলে পাওনার কথা বলিলে বিবাদীরা বিভিন্ন সময় ও বিভিন্ন তারিখ দিয়ে আমার সহিত প্রতারনা মূলক কথা বলাবলি করে। বিবাদীদের বারবার করিয়া চাকুরীর অনুরোধ বা টাকা ফেরত দেয়ার অনুরোধ করিলেও বিবাদীরা বিভিন্ন সময় ও বিভিন্ন তারিখ দিয়েও অদ্যবদি আমার অর্থ দিচ্ছে না। এক পর্যায়ে বিবাদীরা আমার নিকট ব্যাংক চেক দাবী করিয়া বলে চেক দিলে বিবাদী চাকুরী দিবে। আমার আশঙ্কা ছিলো বিবাদীদের চেক দিলে বিবাদীরা আমাকে ব্লাকমেইল করিয়া আমাকে বড় ধরনের বিপদে ফেলিতো। তাই আমি বিবাদীদের চেক দিই নাই। সামাজিকভাবে কয়েকবার করিয়া মিমাংসার চেষ্টা করিলেও ২নং বিবাদী প্রভাব খাটিয়ে এবং স্থানীয় কতিপয় ব্যক্তির প্রভাবে আমার টাকা না দিয়ে বিবাদী বিল্লালকে তাহার ঠিকানায় নিয়ে যায়। সর্বশেষ গত ২৫/১২/২০২৩ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় বিবাদীদের ঠিকানায় গিয়ে সবিনয়ে আমার পাওনার কথা বলিতে গেলে বিবাদীরা নানান টালবাহানা ও তাচ্ছিল্যের ভাষায় আমার সহিত কথা বলিয়া আমাকে ভয়ভীতি হুমকি প্রদান করে। বিবাদীরা জানায় যে তাহাদের নিকট আবারো পাওনা অর্থ দাবী করিলে বিবাদীরা নিজে অথবা বিভিন্ন অজ্ঞাতনামা লোকজন দিয়ে আমাকে মারধর করা সহ বড় ধরনের ক্ষতি সাধন এমনকি আমার প্রাণনাশ করিয়া লাশ গুম করিবারে হুমকি প্রদান করে। বিবাদীর এমন হুমকিতে আমি ও আমার পরিবার ভীত ও শঙ্কিত।