December 27, 2024, 9:04 pm
স্টাফ করেসপন্ডেন্টঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি ২০২৪ সালে ৩০০ আসনে ভোটগ্রহণ হবে।
বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনে জাতির উদ্দেশে ভাষণ প্রদানকালে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অনাকাঙ্ক্ষিত যেকোন পরিস্থিতি প্রতিহত করতে
অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমি সকল রাজনৈতিক দলকে আহবান করবো সংঘাতের পথ পরিত্যাগ করতে।
উদ্বেগ উৎকন্ঠা পরিহার করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে জনগনকে আহবান জানান তিনি। তিনি জানান, ইসির সকল কাজ সম্পন্ন করা হয়েছে। মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ এবং ভোট কেন্দ্র ৪৮ হাজার।
তিনি জানান, দ্বাদশ জাতীয় নিবাচন তফসিল
ভোটগ্রহণ: ৭ জানুয়ারি
মনোনয়ন দাখিল: ৩০ নভেম্বর।
মনোনয়ন যাচাই-বাছাই: ১-৪ ডিসেম্বর।
মনোনয়ন প্রত্যাহার: ১৭ ডিসেম্বর।
প্রতীক বরাদ্দ: ১৮ ডিসেম্বর। আর
প্রচারণা: ১৮ ডিসেম্বর থেকে।