December 23, 2024, 4:14 pm
তামান্না আক্তারঃ ঢাকা ১৮ আসনের অন্তর্ভুক্ত উত্তরা আজমপুর থেকে মাজার রোডের রাস্তার প্রায় অনেক বছর ধরে বেহালদশা।
দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয়ী হয়ে প্রথমে জনগনের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় জলাবদ্ধতা নিরসনে নামলেন ঢাকা ১৮ আসনের নবাগত এম পি আলহাজ্ব খসরু চৌধুরী।
সিটি কর্পোরেশন খরচ না দিলে নিজ অর্থায়নে রাস্তার কাজ করার আশ্বাস দিলেন তিনি।
সকালে উত্তরা মাজার রোডের সি এন জি পাম্প এলাকায় জলাবদ্ধতা রাস্তা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাউন্সিলরদের সাথে নিয়ে মেয়র আতিকুল ইসলাম সাহেবের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা নিরসন সহ সকল সমস্যা নিরসনে কাজ শুরু করবো।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীম,৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।