December 23, 2024, 12:15 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

জলঢাকায় আগাম আলু চাষে ব‍্যাস্ত সময় পার করছে চাষিরা 

মশিয়ার রহমান,নীলফামারীঃ নীলফামারী জলঢাকায় আগাম আলু চাষে ব‍্যাস্ত সময় পার করছে চাষিরা। আবহওয়া অনুকূলে থাকায় ও দাম বেশি হওয়ার কারণে গতবারের তুলনায় এবার অনেক বেশি জমিতে আলুর আবাদ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

অল্প সময়ের মধ্যে এ ফসল ওঠানো যায় বলে এটি লাভজনক আবাদ হিসাবে ধরা হচ্ছে। আগাম আলু সাধারণত উপজেলার কৈমারি, খুটামারা, মীরগন্জ, কাঠালি ইউনিয়নের উচু জায়গা হয়। উপজেলা কৃষি অফিস জানিয়েছে এবার ৪০০ হেক্টর জমিতে আগাম জাতের সেভেন, ফোর,ডায়মন্ড, আলুর আবাদ হয়েছে।

বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানাগেছে। দুমাসের মধ্যে এ ফসল ঘরে তোলা সম্ভব। আগাম জাতের আলু ফলনে কম হলেও দাম অনেক বেশি পাওয়া যায় আর এবার আলুর দাম তো এমনিতে চড়া। এসব আলু রাজধানী সহ খুলনা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। খুটামারা বালাপাড়া এলাকার কৃষক কৃষ্ণ চন্দ্র জানান গতবারের তুলনায় এবার আলুর দাম বেশি হওয়ার কারণে এবার বেশি লাভের আশা করছি। কারণ এবারে বেশি বৃষ্টি পাত হয়নি।

এমাসের শেষের দিকে আলু তুলব। কাঠালির কৃষক আব্দুল মতিন বলেন প্রতি বিঘা জমিতে আলু উৎপাদন করতে সার, বীজ, কিটনাশক সব মিলিয়ে ৩০ হাজার টাকার উপরে খরচ হয়। আর ফলন হয় ১২ শত থেকে ১৫ শত কেজি। গতবার নতুন আলু পঞ্চাশ টাকায় বিক্রি করলেও এবার আরও অধিক দামে বিক্রির আশা করছি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বীজ বপন করে নভেম্বরের শেষের দিকে তোলা সম্ভব।

আলুর জমিতে বেশি সার থাকায় পরবর্তীতে অন্য ফসলের ফলনও ভালো হয়। উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ জানান আলুর দাম বেশি হওয়ার কারণে আগাম আলুর চাষ বেড়ে গেছে। এটি এ অঞ্চলের একটি লাভজনক ফসল। এর আবাদ শুধু উচু জায়গাই বেশি হয় যেখানে পানি জমতে পারে না। আলু দেশের বিভিন্ন শহরে পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন