December 22, 2024, 10:31 pm
শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সোমবার থেকে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খবর সিনহুয়ার।
জারি করা একটি বিশেষ গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রমাসিংহে জন নিরাপত্তা, আইনশৃংখলা রক্ষা এবং জন জীবনের জন্য নিত্য প্রয়োজনীয় সরবরাহ ও অত্যাবশ্যকীয় সেবা বজায় রাখার স্বার্থে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।
গোতাবায়া রাজাপাকসে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর আগামী ২০ জুলাই শ্রীলংকার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার কথা রয়েছে। দক্ষিণ এশিয়ার এ দেশে বড় ধরনের অর্থনৈতিক সংঙ্কটের প্রেক্ষাপটে গোতাবায়া মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান।
শ্রীলংকার প্রেসিডেন্ট পদের প্রার্থীদের মঙ্গলবার মনোনয়নপত্র আহ্বান করা হবে।
সুত্র- বাসস