October 26, 2024, 6:22 pm

সংবাদ শিরোনাম :
শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি  

জনপ্রতিনিধিদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত আইন সম্পর্কে জানতে হবে ঃ এমপি এনামুল হক।

সোহেল রানা রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, স্থানীয় উন্নয়নের শেষ ধাপ হচ্ছে ইউনিয়ন পরিষদ। একজন নাগরিকের পরিচয়পত্র প্রদান করে থাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে হয়ে থাকে পাড়ায় পাড়ায় উন্নয়ন। তারা যদি সঠিক ভাবে কার্য সম্পাদন করে তাহলে জনগণ সরকারের সকল সুযোগ সুবিধা পাবে জনগণ। বুধবার দুপুরে বাগমারা উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, একজন নাগরিকের সকল কাজ ইউনিয়ন পরিষদে বসেই করতে পারেন। তাই চেয়ারম্যান সহ সচিব ও মেম্বারদের পরিষদের আইন বিষয়ক সকল কিছু জানতে হবে। কোন নাগরিক যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে।

জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট এর সহযোগিতায় তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। প্রশিক্ষণের অভিজ্ঞতার আলোকে চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি মাস্টার লুৎফর রহমান। তিন দিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন এনআইএলজি’র উপ পরিচালক সাইয়েমা হাসান। প্রশিক্ষণ শেষে চেয়ারম্যান, সচিব এবং মেম্বারদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন