October 25, 2024, 4:28 pm

সংবাদ শিরোনাম :
টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী

ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ২১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

তাছলিমা তমাঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামী, মলম/অজ্ঞান পার্টি, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

পবিত্র ঈদু-উল-আযহা’কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু সংঘবদ্ধ ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ঈদু-উল-আযহা উপলক্ষ্যে পশু হাটে কোরবাণীর পশু ক্রয় করার জন্য নগদ টাকা নিয়ে যাতায়াত চলাচল বৃদ্ধি পাওয়ার সুযোগে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র নিরীহ পথচারীদের সর্বস্ব ছিনতাই করছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন ২০২৩ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬.৩০ হতে ০৮.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১ এর ০৬ টি আভিযানিক দল গুলশান, বনানী, বাড্ড, ভাটারা, আবদুল্লাহপুর এবং উত্তরা এলাকা হতে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ আব্দুল্লাহ (২৪), পিতা- মোঃ কেরামত আলী, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর ২) মোঃ রুবেল (২৬), পিতা- মৃত নজরুল ইসলাম, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, ৩) মোঃ শাওন (২৬), পিতা- সালাউদ্দিন, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর, ৪) মোঃ সুমন (২৬), পিতা- মোঃ দুলাল, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর, ৫) নয়ন ফরায়েজী (৩২), পিতা-মৃত শাহজাহান ফরায়েজী, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালি, ৬) মোঃ বারেক মিয়া @ ইব্রাহিম (২৮), পিতা- মোঃ সামাদ শেখ, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, ৭) মোঃ সায়েম @ চঞ্চল (৪৫), পিতা- মৃত গোলাম মোস্তফা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ, ৮) মোঃ সোহেল হোসেন @ রুবেল (৩১), পিতা- রজব আলী, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, ৯) মোঃ জুবায়ের আহম্মেদ জুয়েল (২৫), পিতা-মৃত মিন্টু মিয়া, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, ১০) মোঃ রবি হোসেন (৩২), পিতা-মৃত শুকুর আলী, থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনা, ১১) রাজিব চন্দ্র দাস (১৯), পিতা-মৃত ধনেষ চন্দ্র দাস, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা, ১২) মোঃ স্বাধীন (১৯), পিতা-মোঃ নাজিম, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ, ১৩) মোঃ আমিনুল ইসলাম @ শ্যামল (২৮), পিতা-মৃত আব্দুল কাদের জিলানী, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, ১৪) মোঃ জুলহাস শেখ (১৯), পিতা- মোঃ মনির, থানা-মেলানন্দ, জেলা-জামালপুর, ১৫) মোঃ লালচান (২০), পিতা-আঃ মতিন, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, ১৬) মোঃ সাব্বির হোসেন (২০), পিতা-মোঃ শাহআলম, থানা-পটুয়াখালি, জেলা-বরিশাল, ১৭) মোঃ নবী হোসেন (২১), পিতা-মৃত আলমাস আলী, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা, ১৮) মোঃ চঞ্চল সরকার (৩১), পিতা-মৃত মোজাম্মেল হোসেন, থানা-সরিষাবাড়ি, জেলা-জামালপুর, ১৯) মোঃ মোখলেস (২৭), পিতা-আব্দুল আজিজ, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা, ২০) মোঃমাঝহারুল (২৪), পিতা-মৃত মোহরউদ্দিন, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, ২১) মোঃ নুর আলম (১৯), পিতা-নুর ইসলাম, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১ টি হাতঘড়ি, ১৯ টি চাকু, ০২ টি খুর, ০৭ টি মোবাইল ফোন, ০৭ টি সীমকার্ড এবং নগদ ৩৯০/- টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘেœ স্বস্তির সাথে বাড়ী ফিরে যেতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে র‌্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন