December 24, 2024, 2:53 am
তামান্না আক্তারঃ আসন্ন ঈদুল ফিতর ঘিরে সক্রিয় সংঘবন্ধ ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। প্রতিদিন তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। এমনকি তাদের আক্রমণে মৃত্যুর ঘটনাও ঘটছে খোদ রাজধানীতেই। এমনই এক চক্রের দলনেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ১।
গতকাল রোববার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (০৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ছিনতাইকারী চক্রের সদস্যরা অস্ত্রাঘাত, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে সাধারণের মানুষের জনজীবন অতিষ্ঠ করে তুলছে।
গত ২৬ মার্চ টঙ্গী এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে র্যাব-১ এর কন্ট্রোল রুম সক্রিয় হবার পর থেকে নিয়মিত ছিনতাইচেষ্টার অভিযোগ আসে। এ প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে ঢাকায় আগত যাত্রীরা যেন নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তির সাথে বাড়ি ফিরতে পারে এ লক্ষে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।