October 26, 2024, 12:22 am

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

ছিনতাইকারীদের বাঁধা দেওয়া ছুরিকাঘাত।

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের সিএনবি মোড় এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পলাশ চন্দ্র মিস্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মনির হোসেন ও মনির কসাই (৩০) ও হাবিব মোল্লা (২৫)। এ সময় হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

গতকাল সোমবার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ( ৩০ মে) দুপুরে রাজধানীর পুরান ঢাকার জনসন রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, গত ২৫ মে রাত ৮ টার দিকে আশুলিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পলাশ চন্দ্র মিস্ত্রী (৩৭) নবীনগর এলাকায় ফিরছিলেন। পথে সিএন্ডবি মোড়ের ফুট ওভার ব্রিজের নিচে চার ছিনতাইকারী তার পথরোধ করে।

এ সময় ছিনতাইকার একটি গল্প সাজায়। ছিনতাই চক্রের সদস্য ও পলাতক আসামি হাসান তাকে বলে যে “তোর কাছে আমি টাকা পাই। আমার পাওনা টাকা দে। এসময় কসাই মনির ভুক্তভোগী পলাশকে থাপ্পর মারে এবং তার কাছ থেকে সব ছিনিয়ে নিতে যায়। পলাশ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে সুইচগিয়ার দিয়ে আঘাত করে। এরপরও বাধা দেওয়ায় শরীরের বিভিন্ন জায়গায় ছুরিঘাত করলে পলাশ চন্দ্র মিস্ত্রী দৌড়িয়ে পাকা রাস্তার উপর পড়ে যায়। পথচারীরা আহত অবস্থায় পলাশ চন্দ্র মিস্ত্রী কে পড়ে থাকতে দেখে তার পাশে পড়ে থাকা মোবাইল ফোন দিয়ে সহকর্মীদের বিষয়টি জানায়। সহকর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে জড়িত চারজনের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার তথ্য পেয়েছে পুলিশ। ঘটনায় জড়িত বাকি দু’জন কে গ্রেফতারের অভিযান চলমান আছে বলে জানান পুলিশের

এ কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন