December 23, 2024, 8:29 am
লাবলুর রহমান, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পানিতে ডুবে হুসাইন (২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর ) সকালে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বড়-কাঁকুড়িয়া গ্রামের নওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু হুসাইন স্বরুপদাহ ইউনিয়নের মফিজুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল-মামুন ও নিহতের জামাই সোলাইমান হোসেন জানান, শনিবার বেলা ১১ টার দিকে নিজ বাড়ির পাশে খেলাধুলা করছিল হুসাইন। দীর্ঘসময় ধরে তাকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খুজতে থাকে।খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে ড্রেনের গর্তের পানিতে অচেতন অবস্থা দেখতে পায় শিশু হুসাইনকে।এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরিক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাহানাজ পারভিন টুম্পা বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।