December 22, 2024, 5:28 pm
পরেশ দেবনাথঃ কেশবপুরের সীমান্তবর্তী খুলনার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর২৪) চুকনগর দিব্য পল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১৫টি পদে মোট ৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ১৪৬০ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১৪২৭ জন। ভোট বাতিল হয়েছে ৩৭ টি।
সভাপতি পদেঃ মোঃ সইিদুল ইসলাম মোড়ল (মোটরসাইকেল) প্রতিকে পেয়েছেন ৬৪০ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সেলিম মোড়ল আনরস প্রতিকে পেয়েছেন ৫৭১ ভোট এবং চুকনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমীন ছাতা প্রতীকে পেয়েছেন ১৮৮ ভোট। সহ-সভাপতি পদেঃ মোঃ রবিউল ইসলাম (হাতি) প্রতিকে ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহাবুর রহমান চেয়ার প্রতিকে পেয়েছেন ৫৪২ ভোট।
সাধারণ সম্পাদক পদেঃ মোঃ বিল্লাল হোসেন টিউবয়েল প্রতিকে ৬০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন শেখ ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩৪২ ভোট।
যুগ্ন-সাধারণ সম্পাদক পদেঃ দেবব্রত রায় (তালা) প্রতিকে ৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ অলিয়ার রহমান গাজী মাছ প্রতিকে পেয়েছেন ৫৮২ ভোট।
কোষাধ্যক্ষ পদেঃ মেহেদী হাসান বাবলু (হরিণ) প্রতিকে ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বাহারুল ইসলাম কলস প্রতিকে পেয়েছেন ৬৫০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদেঃ শেখ মোঃ মোসলে আক্তার লেলিন (বাইসাইকেল) প্রতিকে ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলাউদ্দীন মালী সিলিং ফ্যান প্রতিকে পেয়েছেন ৫০০ ভোট।
দপ্তর সম্পাদক পদেঃ ওয়াহিদুজ্জামান মিলন (দোয়াত কলম) প্রতিকে ৮২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী গৌতম মন্ডল গাভী প্রতিকে পেয়েছেন ৫২৩ ভোট।
প্রচার সম্পাদক পদেঃ মোঃ শফিকুল ইসলাম গাজী আম প্রতিকে ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরিজুল ইসলাম মাইক প্রতিকে পেয়েছেন ৩০২ ভোট।
বাজার উন্নয়ন ও পরিবেশ সম্পাদক পদেঃ শাহিদুর রহমান গোলাপ ফুল প্রতিকে ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাহিদুর রহমান বই প্রতিকে পেয়েছেন ৬৩০ ভোট।
ক্রীড়া সম্পাদক পদেঃ মোঃ আমিনুল ইসলাম (ক্রিকেট ব্যাট) ৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাহিদুল ইসলাম মোড়ল ফুটবল প্রতিকে পেয়েছেন ৫৩৭ ভোট।
৫টি কার্যনির্বাহী সদস্য পদেঃ ১১ জনের মধ্যে নির্বচিত হয়েছেন ৫ জন তারা হলেন, মোঃ কারিমুল ইসলাম (হেলিকপ্টার) প্রাপ্ত ভোট ৮৩৮, শ্রী কৃষ্ণ বিশ্বাস (চিংড়িমাছ) প্রাপ্ত ভোট ৭৩৫, জামির হোসেন (রিক্সা) প্রাপ্ত ভোট ৬৭৭, মোঃ আব্দুল হালিম মোড়ল (ঘুড়ি) প্রাপ্ত ভোট ৬৭৩ এবং জাহিদুল ইসলাম (মই) ৪৬৪ ভোট।
ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মাদ আল-আমিন নির্বাচন পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রশাসনের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগীতায় উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভাবে চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পরিদর্শন করেছেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা।
৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চুকনগর বাজার বণিক সমিতির আহবায়ক শেখ হেলাল উদ্দিনের সার্বক্ষনিক উপস্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ২৪ নভেম্বর রবিবার দিবাগত রাত ৪ ঘটিকার সময় বেসরকারি ভাবে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, চুকনগর বাজার বণিক সমিতির আহবায়ক শেখ হেলাল উদ্দিনসহ বিজয়ী ও পরাজিত প্রর্থীরা।