December 22, 2024, 10:24 pm
চিলিতে ভয়াবহ দাবানলে ইতোমধ্যে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় হাজার খানেক মানুষ। এ ছাড়া সহস্রাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় আরও একটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন দাবানলের ঘটনা ঘটেছে দেশটিতে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে প্রাণপন চেষ্টা করছেন। নতুন করে আরেকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
খবরে বলা হয়েছে, সর্বশেষ চিলির দক্ষিণাঞ্চলীয় এলাকা আরাউকানিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর আগে বিয়োবিয়ো এবং নুবলে অঞ্চলে জরুরি পরিস্থিতি ঘোষণা করে কর্তৃপক্ষ।
চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা রাজধানী সান্তিয়াগোতে সাংবাদিকদের বলেছেন, আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় আগুন নেভানো যাচ্ছে না। বরং বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ছে। ফলে জরুরি অবস্থাও বর্ধিত হচ্ছে।