December 23, 2024, 11:54 pm
দাম না পেয়ে শত শত মানুষ ছাগলের চামড়া ফেলে গেছেন যশোরের রাজারহাট চামড়া মোকামে। শনিবারের হাটে বিক্রির আশায় সেই চামড়া কুড়িয়ে মোকামের শ্রমিকেরা লবণ দিয়ে সংরক্ষণ করছেন। ঈদের পরদিন আজ মঙ্গলবার রাজার হাট চামড়ার মোকামে গিয়ে এ চিত্র দেখা গেছে।
যশোর অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট বসে রাজারহাটে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে চামড়ার ক্রেতা-বিক্রেতারা এই মোকামে আসেন। গতকাল সোমবার কোরবানি ঈদ অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরদিনই ছোট পরিসরে কেনাবেচা হয়। ব্যাপারীদের অনেকে হাটের পরিস্থিতি জানতে এদিন হাটে আসেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে হাটে গিয়ে দেখা গেছে, সুনসান নীরবতা। কয়েক ফড়িয়া গরুর চামড়া সাজিয়ে বসেছেন। কেউ কেউ চামড়ার লবণ মাখানোর কাজ করছেন। ক্রেতা-বিক্রেতার উপস্থিতি একেবারেই কম। হাটের বিভিন্ন স্থানে ছাগলের চামড়া ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।