December 25, 2024, 6:52 am
ডেক্স নিউজ – দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে , হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের ওপারে চলে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রীদেবী । শনিবার দিবাগত রাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর অনলাইন ভার্সনে দেখা যায় অধিক গুরুত্ব দিয়ে ছেপেছে তাদের হেড লাইন ।
ভারতের প্রধান পত্রিকাগুলো জানিয়েছে , তার মূত্যুকালে এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর । শুটিংয়ে ব্যস্ত থাকায় সঙ্গে ছিলেন না বড় মেয়ে জাহ্নবী। জানা গেছে ।
বলিউডে শিশুশিল্পীর চরিত্রে তার যাত্রা । তারপরের ইতিহাস সবার জানা । ২০১৩ সালে চতুর্থ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত হন তিনি। মৃত্যুকালে শ্রীদেবীর বয়স ছিল ৫৪ বছর । অভিনেত্রী শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়পান।
১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ । এরপর একে একে চান্দনী, নাগিনা, সাদমা, জানবাজ, কারমা, মিস্টার ইন্ডিয়াসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন। নন্দিত হয়েছেন দর্শকের মনে ছাপ ফেলতে সক্ষম হওয়ার কারণে। ১৯৮৩ সালের তাঁর অভিনীত জনপ্রিয় ছবি ‘সাদমা’ বলিউডে তাকে স্বতন্ত্র স্থান দেয় । সমালোচকদের মত, শ্রীদেবী অভিনীত ‘লমহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক ছবির মধ্যে অন্যতম৷ ২০১৩ সালে ‘পদ্মশ্রী’ পেয়েছিলেন তিনি । শ্রীদেবী তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কিছু কন্নড় সিনেমায় চুটিয়ে কাজ করেছেন । তার মূত্যুতে বলিউডসহ সাড়া ভারতের ফিল্ম ইন্ডাষ্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে ।