December 23, 2024, 3:32 am
মোহাম্মদ জামশেদঃ-সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা.বংশীধর মিশ্র ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব অধ্যাপক আবেদ আলীকে সংবর্ধনা ও আলোচনা সভা চট্টগ্রাম সার্কিট হাউজে ৫ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন এর সভাপতিত্বে ও ডাঃ মুন্তাসির কাদেরী এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন মিসেস ডা.বংশীধর মিশ্র, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আলহাজ্ব ইকবাল, সিনিয়র সহ-সভাপতি লায়ন এম জাফর উল্লাহ, পরিচালক ডঃ অধ্যাপক মাসুম চৌধুরী, চট্রগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি এসএম আজিজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছালেহ আহমদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোছাইন, দক্ষিণ জেলার আহবায়ক আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইন্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলার সদস্য সচিব এড.জসিম উদ্দিন, চট্রগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জামশেদ, রিতাব উদ্দিন বাবু, সাদ্দাম হোসেন, এড.শাহজাহান, নাজিম আক্তার আমেরী, শহিদ মিশু, এমদাদুল করিম সৈকত, সালামত আলী, এইসএম তানভির, ডাঃ ইসমাইল, সাইফুল হক চৌধুরী, মোঃ সেলিম, মোঃআকিব প্রমুখ।