December 23, 2024, 5:04 pm
তামান্না আক্তারঃ বাংলাদেশ মৎস্যজীবী ও জেলে কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জনাব এইচ এম ইউনুস মিয়া, সভাপতিত্ব করেন নবনির্বাচিত সহ সভাপতি জনাব মোহাম্মদ সফিক বক্তব্যে রাখেন, জনাব আলতাফ হোসেন, সহ সভাপতি তৃপ্তি মন্ডল, কোষাদক্ষ্য ভাপ্রাপ্ত মোঃ আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক, মোঃনুরুল আমিন নুরু উপ- দপ্তর সম্পাদক সহ অন্যন অন্যন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মৎস্যজীবী ও জেলে কল্যাণ ফাউন্ডেশন কে শক্তিশালী করতে কক্সবাজার ও টেকনাফ চট্টগ্রাম নোয়াখালী লক্ষিপুর চাদ পুর সহ বিভিন্ন জেলা উপজেলা শাখা কমিটি গঠন ও প্রতিনিধি নেওয়ার জন্য আলোচনা হয়। সংগঠনকে শক্তিশালী করতে একসঙ্গে সবাই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অসহনীয় দরিদ্র মানুষের মান উন্নয়নে আমরা দেশের সকলস্তরের মানুষের সহযোগিতা নিয়ে কাজ করবো, বাংলাদেশের হাওর বাওর নদী ও সাগর উপকুলিও জেলেদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের অনেক ভুমিকা পালন করা দরকার। ঝাটকা সংরক্ষণের সরকারের ভর্তুকি সহযোগিতা ভি জে এফ ও বিকল্প কর্মসংস্থান ঠিক মতো জেলেরা পায় না, কিছু কিছু এলাকায়, এটা সরকারের তথ্য নেয়া উচিত বলে আমি মনে করি। যদি ও বিধান আছে প্রকৃত মৎস্যজীবী দের মাঝে বিতরণ করার। কিন্তু কিছু অমৎস্যজীবী দের মাঝে দেয়া হয় কি না সরকারের সেটা তথ্য নেয়া একন্ত খতিয়ে দেখা উচিত।
বাংলাদেশ মৎস্যজীবী ও জেলে কল্যাণ ফাউন্ডেশন সরকার নিবন্ধন নং এস ১৩৯১১/২২ সরকার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের কে একটি নিবন্ধন দেয়ার জন্য। পরিশেষে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম।