October 22, 2024, 5:27 am

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

চট্টগ্রামে “আযহারী সাইবার টিম বাংলাদেশ” পটিয়া শাখা গঠন

দেশব্যাপী আযহারী সাইবার টিম গঠন উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার পটিয়ায় একটি অভিজাত রেস্টুরেন্টে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ও আযহারী সাইবার টিম পটিয়া শাখা গঠন করা হয়।

এতে প্রধান মেহেমান ছিলেন টীমের প্রতিষ্টাতা  ও চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন ও তরুণ ইসলামিক স্কলার, হযরতুল্লামা শায়খ সৈয়্যদ মুহাম্মদ হাসান আল আজহারী এবং কেন্দ্রিয় টীমের কর্মকর্তাবৃন্দ।

মহান বিজয় দিবসের তাৎপর্য্য তুলে ধরে প্রাধান অথিতি বলেন, বিজয়ের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সু্ন্দর দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। তাছাড়া সমাজ হতে ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং ও মাদক নির্মূলে সকলের সচেতনতা বৃদ্ধির জন্যে তরুণদের ভুমিকা অপরিসীম।

তাই সামাজিক দায়িত্ব পালনের সাথে সাথে দ্বীন ধর্ম পালনের পাবন্দি করে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে আযহারী সাইবার টীমের উদ্দেশ্য।

পরে আশরাফ আলী আশিক, মিনহাজুল ইসলাম, রাকিবুল হুদা তুহিন, সাহিল মহিউদ্দিন, মোহাম্মদ ফখরুদ্দিন , সলিম উল্লাহ, গোলাম সোবহান , আতিকুর রহমান ,হাফেজ মোঃ হেলাল, ইরফান মাহমুদ , হাফেজ মোহাম্মদ ইসহাক ,মেহদী হাসান, মোহাম্মদ জুয়েল ,মোহাম্মদ সাকিব ,নিলয় আহমেদ রেফায়ী ,তানভীর ইভান,জাবেদ ইসলাম ,মোহাম্মদ মামুন ,রবিউল ইসলাম তৌফিক , মোঃ রিদুয়ানুল করিম ,জাবের আলম রুহি ,মোঃ ইমরান হোসাইন ,সাইদুল হক, মোহাম্মেদ সাফায়েত আহমেদ ,তৌহিদুল ইসলাম , শাহেদ খান ,মঈনুদ্দিন চৌধুরী আদি, জয়নাল আবেদীন, মোমিনুল হক, এরফান উদ্দিন জুয়েল , সাফিন চৌধুরী, ইয়াসিন খান, মিজানুর রহমান খান, মিনহাজ আবির, মোহাম্মদ জুনাইদুল ইসলাম, রাব্বি এহসান,  মুহাম্মদ সাকিব, মেহেদী হাসান, ইউসুফ ইমতিয়াজ, নুরুল আযিম চয়ন,হাফেজ মিজানুর রহমান ও রাকিব আহম্মেদ তামিম কে সদস্য করে ৪১ জন বিশিষ্ট আজহারী সাইবার টিম পাটিয়া শাখা গঠন করা হয়।

পরিশেষে স্বাধীনতা ও বিজয়ের সংগ্রামে শাহাদত বরণকারী সকলের মাগফিরাত কামনায় দোয়া -মুনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন