December 23, 2024, 3:02 am
সুধীর চন্দ্র দাশ, কক্সবাজারঃ চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল চকরিয়া থানা সেন্টারস্থ নবাববাড়ি কনভেনশন হল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
সোমবার ১ এপ্রিল চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম আলী হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সুরাজপুর-মানিকপুর ইউপি’র চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিঃ’র সভাপতি মো. মুবিনুল ইসলাম, চকরিয়া উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফজল করিম ও চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের সুপার ভাইজার ও দুর্নীতি রিপোর্ট ২৪ ডটকম এর কক্সবাজার প্রতিনিধি সুধীর চন্দ্র দাশ।
চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর তত্ত্বাবধানে ও অর্থ সম্পাদক শাহজালাল শাহেদের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট উপস্থাপক ইসফাতুল হোসাইন।
এ সময় প্রকৌশলী আবদুর রাজ্জাক রাজ, চকরিয়া প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মো. সোহেল আরমান, দৈনিক স্বাধীন মতের প্রতিনিধি হাসান আল বসরী, দৈনিক অগ্নিশিখা প্রতিনিধি মো. এরফান চৌধুরী, এনএনটিভির প্রতিনিধি মো. রিয়াদ উদ্দিন, দৈনিক বিজয় বাংলাদেশ প্রতিনিধি মো. আরফাতুল ইসলাম, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি রিদুয়ানুল হক, দৈনিক নতুন বাংলাদেশের প্রতিনিধি মো. বেলাল উদ্দিন, দৈনিক গণসংযোগের প্রতিনিধি মো. মনিরুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী কিবরিয়া।##