December 24, 2024, 3:01 am
সুধীরচন্দ্র দাশ,স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃবেসরকারি উন্নয়ন সংস্থা এসএআরপিভি পরিচালিত কক্সবাজার জেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সাধারন শিশুদের সমন্বিত একমাত্র শিক্ষা প্রতিষ্টান “প্রদীপালয় স্কুল” র ১২৫ জন শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর মানবিক সহায়তা কর্মসূচির আওয়তায় ২১ নভেম্বর ২০২৩ ইং তারিখে এসএআরপিভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম এর সভাপতিত্বে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হাসনাত সরকার ।
এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটুল কান্তি চৌধুরী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশ গড়ার কারিগর। তাদেরই সুশিক্ষা, সুস্বাস্থ্যের প্রতি আমাদের সকলের সচেতনতার সাথে মানবিক উদ্যোগ নিতে হবে।
এতে স্বাগত বক্তব্য রাখেন এসএআরপিভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম। আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। মোঃ আবু হাসনাত সরকার।