December 23, 2024, 5:15 pm
চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় বানিয়ারছড়ার ইসলাম নগর এলাকায় যাত্রীবাহী রয়েল কোচ বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত ও হেলপার গুরতুর আহত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সকাল ৭ টা ৫ মিনিটের সময় চকরিয়া বানিয়াছড়ার ইসলামনগর ইমাম বুখারী মাদ্রাসার সামনে ঢাকা থেকে কক্সবাজার মুখী যাত্রীবাহী রয়েল কোচ বাসের সাথে কক্সবাজার থেকে চট্রগ্রাম মুখী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পিকআপের চালক ও হেলপার গুরতুর আহত হয়।স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পিকআপের চালককে মৃত ঘোষণা করে।
নিহত চালকের নাম মোহাম্মদ সেলিম উদ্দিন(৪৮)।তিনি চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড রাজধানী পাড়ার মোহাম্মদ নজির আহমদের ছেলে।
চিরিংগা হাইওয়ে থানার উপসহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্র বলেন,সড়ক দুর্ঘটনার স্বীকার বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চালক ও হেলপারকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কর্তব্যরত ডাক্তার চালক সেলিমকে মৃত ঘোষণা করে। নিহত ও আহতের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।