December 23, 2024, 8:55 am
খুলনা জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলার ৪ টি জায়গায় বাঁধ ভেঙ্গে ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে।এতে ভেসে গেছে কয়েক শতাধিক চিংড়ি ঘের ও শতাধিক কাঁচা আধা পাকা বসত ঘরবাড়ি ও দোকান পাঠ।এছাড়া ভারী বৃষ্টি ও ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
পাউবো সুত্রে জানা গেছে রোববার রাতে জোয়ারের পানি ৪/৫ ফুট বৃদ্ধি পাওয়ায় বেড়ীবাঁধ ভেঙ্গে মহারাজপুর ইউনিয়নের দোশহালিয়া,মহেশ্বীপুর ইউনিয়নের তেতুলতলা,গুচ্ছ গ্রাম, কালীবাড়ি, কাটকাটা,৫ নং কয়রা,খালের গোড়া,দক্ষিণ বেদকাশি ছোট আংটি হারা, বাঁধ ভেঙ্গে লবন পানি ঢুকে প্লাবিত হয়েছে। রাত ভর স্হানীয় মানুষেরা মেরামতের কাজ করেও শেষ রক্ষা করতে পারিনি।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন রোববার রাতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়ীবাঁধ ভেঙ্গে দোশহালীয়ায়৫০ মিটার বাঁধ ভেঙ্গে কপোতাক্ষ নদের পানি ঢুকে প্লাবিত হয়েছে। এতে অতান্ত ২টি গ্রাম ও শতাধিক চিংড়ী ঘের তলিয়ে গেছে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার এবি এম তারিকউজ্জামান বলেন,ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে কয়েকটি স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পেয়েছি রাতভর ভারী বৃষ্টি ও ঝড় হওয়ার কারনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি।