December 23, 2024, 9:00 am
সুধীরচন্দ্রদাশ,স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ সম্প্রতি ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিবিরখিল জেলেপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা হরনাথ দাশ পিতা মৃত মধুসুদন দাশ,মাতা মন্দা রানী দাশ,গত ৫ নভেম্বর জীবিকার তাগিদে বাঁশখালী উপজেলার সেখেরখিল ইউনিয়নের নাপোড়া গ্র্মের
আবু বহদ্দার এর সাগরে মাছ ধরার ট্রলার/বোটে সুন্দরবন সাগরের মাছ ধরতে যান, সেখান থেকে সর্বশেষ মুঠোফোনে যোগাযোগ করেন ১৪ নভেম্বর, নিখোঁজ হন ১৭ নভেম্বর, নিখোঁজ হরনাথের স্ত্রী বিরাশি রানী দাশ ও বৃদ্ধ মা মন্দা রানী দাশ প্রতিনিয়ত নিখোঁজ হরনাথ আসার অপেক্ষার প্রহর গুনছেন, কান্নায় পরিবেশ ভারি হচ্ছে ও অনাহারে দিন কাটাচ্ছে হরনাথের পরিবার। নিখোঁজ হরনাথের পরিবারে বৃদ্ধ মা ও স্ত্রী,ছেলে পলাশ দাশ,সুব্রত দাশ,সিকদার দাশ ও মেয়ে ববিতা রানী দাশ রয়েছে। নিখোঁজ হরনাথের স্ত্রী কান্না জড়িত কন্ঠে জানান আমি ট্রলারে থাকা অন্য জেলেদের সাথে কথা বলেছি, তাদের ধারনা ঘুর্ণিঝড়ে বাতাসের গতিতে সাগরে পড়ে গেছে, তবে কেউ দেখেনি, তিনি তার স্বামীর জীবিত অথবা মৃত লাশ উদ্ধার করে দেওয়ার জন্য চকরিয়া উপজেলা প্রশাসন,জেলা প্রশাসন সহ সরকারের প্রতি জোর দাবী জানান। ট্রলালের মালিক নিখোঁজ এর বিষয় নিশ্চিত করেন।