October 26, 2024, 2:22 pm

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

গুরুদাসপুরে ভেজাল গুড় ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এসময় দুই গুড় ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ এবং ৪২ ধারায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং মো. মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে চাচকৈড় পুরানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।এ সময় উপজেলার মেসার্স আলামিন এন্টারপ্রাইজের গুড় কারখানার মালিক মো. আলামিন সোনারকে (৪০) ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫০ ধারায় ১ লাখ টাকা এবং মুক্তার এন্টারপ্রাইজের গুড় কারখানার মালিক হাজী মো. মুক্তার

শাহ্কে (৫০) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব কারখানা থেকে ৯ হাজার ৪০০ কেজি ভেজাল গুড়, ২৪ হাজার ৩০০ লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। পরে জব্দকৃত ভেজাল দ্রব্যগুলো ধ্বংস করা হয় এবং জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন