October 26, 2024, 6:40 am

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ফরিদপুর এলাকা হতে বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যা্যাব-১।

তামান্না আক্তার হাসিঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ মার্চ ২০২৩ ইং তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় র‍্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ফরিদপুর এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রশস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ফরিদপুর সাকিনস্থ আলী ঘাড়ি পার্কিং এর সামনে মায়ের দোয়া হোটেলের দক্ষিন পাশে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে *অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আবু তাহের (২৭), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, জেলা-পঞ্চগড়’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে *০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলি, ০১ টি মোবাইল ফোন ও নগদ ৯০০/- টাকা* উদ্ধার করা হয়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে গত ০৪ মার্চ ২০২৩ তারিখ রাতে পঞ্চগড় জেলার আহমাদিয়া সম্প্রদায়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় র‌্যাবের গাড়িতে অগ্নিসংযোগ ও র‌্যাব কর্মকর্তার উপর হামলার মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী। ঘটনার পর থেকেই সে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ফরিদপুর এলাকায় আত্মগোপনে চলে যায় মর্মে স্বীকার করে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন