October 22, 2024, 9:38 am

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

গাজীপুরস্থ চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদ এর উদ্যোগে দরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ইব্রাহিম হাসানঃ গাজীপুরস্থ চট্টগ্রাম বিভাগ যুব উন্নয়ন পরিষদ এর উদ্যোগে টঙ্গী থানা অবস্থিত বনমালা রোডে নিজ কার্যালয়ে হত দরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি ও সমাজ সেবক ব্যারিস্টার শারমিন দিপু, মো ফারুক হোসেন সাধারণ সম্পাদক জাতীয় পার্টি টঙ্গি পূর্বথানা,আওয়ামী লীগ নেত্রী মেরি আপা, বিশিষ্ট সমাজ সেবিকা স্বর্ণা ম্যাডাম, বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন মো আল আমিন নাগরিক টিভি গাজীপুর জেলা প্রতিনিধি। বাংলাদেশ সমাচারে স্টাফ রিপোর্টার ইব্রাহিম হাসান। মো: রাজিব হাসান স্বপ্ন আনন্দ টিভি গাজীপুর মহানগর প্রতিনিধ, অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জনাব দেলোয়ার হোসেন , জনাব আশিক সাহেব, জনাব আবু তৈয়ব সাহেব, জনাব মাজহারুল ইসলাম ররিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো নয়ন পাটোয়ারী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী, অনুষ্ঠানে ২ শতাধিক হতদরিদ্র মানুষ উপস্থিত হয়ে ঈদ সামগ্রী গ্রহণ করেন।

ঈদ সামগ্রী মধ্যে ছিল দুই পেকেট দুধের পাউডার প্যাকেট, দুই প্যাকেট নুডুলস, এক প্যাকেট সেমাই ও চিনি, আগত অতিথিগণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো জসিম উদ্দিন এর ভুয়সী প্রশংসা করেন। তারা বলেন যেকোনো মানবিক কাজে জসিম ভাই কে পাওয়া যায়, ঈদ সামগ্রিক গ্রহণকারী বলেন তিনি এর আগে ও এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রায় তিন শতাধিক মানুষ এর মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করেছেন, এর মধ্যে আমি ( মরিয়ম বেগম)বনমালা অর্থাৎ গাজীপুর নিবাসী ৫ কেজি চাল পেয়ে উপকৃত হয়েছি, এবার ঈদ সামগ্রী পেলাম আমি ও আমরা যারা উপকারভোগী আমরা সবসময় এই সংগঠন ও জসিম সাহেবের জন্য দোয়া করি,ও ওনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন