December 22, 2024, 5:15 pm
গাজায় চলমান যুদ্ধে নিহত হয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী এবং দেশটির সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের ছেলে। দেশটির ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গান্টস গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স ও সিএনএনের।
এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফও জানিয়েছে, ইসরায়েলি সরকারের মন্ত্রী গাদি আইজেনকোটের ছেলে গ্যাল মেইর আইজেনকোট (২৫) গাজার উত্তরাঞ্চলে নিহত হয়েছেন।
এক বিবৃতিতে আইডিএফ বলেছে, মাস্টার সার্জেন্ট গ্যাল মেইর আইজেনকোট ৫৫১তম রিজার্ভ কমান্ডো ব্রিগেডের ৬৯৯তম ব্যাটালিয়নের একজন লড়াকু সেনা। তিনি যুদ্ধে নিহত হয়েছেন।
আইডিএফের জেনারেল স্টাফের প্রধান হিসেবে ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন গ্যালের বাবা।
এ ছাড়া তিনি চার দশকের বেশি সময় ইসরায়েলি সেনাবাহিনীতে নিয়োজিত।গ্যালের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমার হৃদয় ভেঙে গেছে।