December 23, 2024, 2:42 am
ডেক্স নিউজ – রবিবার রাত তিনটার দিকে , প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন । গণভবনের পাশে চন্দ্রিমা উদ্যানের লেক ঘেষা নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটেছে ।
পুলিশ সদস্যের নাম রহিম উদ্দিন। সে এসপিবিএন-১ এ কন্সটেবল হিসেবে কর্মরত। সহকর্মীর অস্ত্র পরীক্ষাকালে হঠাত্ করে এক রাউন্ড গুলি তার শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় রহিম উদ্দিনকে জাতীয় হূদরোগ ইন্সিটিটিউটে ভর্তি করা হয়েছে ।
এসপিবিএন সূত্র জানায়, রাত তিনটার দিকে কর্তব্যরত অবস্থায় রহিমউদ্দিন তার সহকর্মী এসআই দেলোয়াড় হোসেনের পিস্তলে গুলি আছে কিনা তা পরীক্ষা করছিলেন। এ সময় পিস্তল থেকে এক রাউন্ড গুলি বের তার ঘাড়ে বিদ্ধ হয় ।
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে ।