December 22, 2024, 10:52 pm
জেলা প্রতিনিধি ॥
মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবাকে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়। শুক্রবার (২০ মার্চ) বিকেলে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের মৃত সৈয়দ কলিমুদ্দিনের ছেলে ফরমান আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার ছিল ফরমান আলীর মেয়ের বিয়ে। এ উপলক্ষে গণজমায়েত করে তিনি প্রীতিভোজের আয়োজন করেন। খবর পেয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় ফরমান আলীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, করোনাভাইরাস সর্তকতায় গণবিজ্ঞপ্তি জারি করে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সবাইকে সচেতন করতে মাইকিংও করা হয়েছে। ইতোমধ্যে উপজেলায় আরও দুটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও গণজমায়েত করে ফরামান আলী মেযের বিয়ের আয়োজন করেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।