December 23, 2024, 4:02 pm
শাহীনঃ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের।
মহাসড়কে প্রচুর জ্যাম থাকায় মোটরসাইকেলে করে সমাবেশে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর উত্তরায় আজ রোববার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও শান্তি মিছিলে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
বক্তব্য দেওয়ার একপর্যায়ে ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কে প্রচুর জ্যাম। যার কারণে আমি মোটরসাইকেলে করে এসেছি। পুলিশ আমাকে নিয়ে এসেছে। না হলে আমি মিটিংয়ে আসতে পারতাম না।
মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং ৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদদের স্মরণ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ভুয়া ভোটার দাবিদারদের বিরুদ্ধে। খেলা হবে বিএনপির বিরুদ্ধে, খেলা হবে রাজপথে। খেলা হবে নির্বাচনে। মোকাবিলা হবে আগামী ডিসেম্বরে। ডিসেম্বর মাস বিজয়ের মাস। খেলা হবে ডিসেম্বরে, বঙ্গবন্ধুর বিজয়ের মাসে। শেখ হাসিনার বিজয়ের চেতনার মাসে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে উদ্দেশে করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল ভাই বড় বড় কথা বলছেন। এখন বলেন, লন্ডনে পলাতক আর রাজনীতি করবে না। মুচলেকা দিয়ে চলে গেছে। কে, তারেক রহমান! তারেক রহমানের নেতৃত্বে ফখরুল নাকি তৃতীয় স্বাধীনতার আন্দোলন হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ কী দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল? এরা স্বাধীনতার শত্রু। বিএনপি স্বাধীনতার শত্রু। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের বিরুদ্ধে মোকাবিলা হবে। বিজয়ের মাসে প্রস্তুত হয়ে যান। সকলে প্রস্তুত হয়ে যান।’
সেতুমন্ত্রী বলেন, ‘আজ আমাদের স্বাধীনতার গণতন্ত্র বিএনপি গিলে খেয়েছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খেয়েছে। স্বাধীনতার উৎকর্ষ গিলে খেয়েছে। আইনের শাসন গিলে খেয়েছে। আরেকবার ক্ষমতা পেলে বিএনপি বাংলাদেশ গিলে খাবে। খেলা হবে, খেলা মানে পাল্টাপাল্টি না, খেলা মানে মারামারি নয়। আগুন নিয়ে আসলে, আগুন নিয়ে খেলতে হলে খেলা হবে। এরা আগুন সরকার, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। বাঁশের লাঠিতে বাংলাদেশের পতাকা।
জনস্রোত দেখে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে এখানে সামনে কত দূর পেছনে কত দূর আমি তো কিছুই দেখছি না। ছয় জেলার সম্মেলন সিলেটে। আর আমাদের মাত্র ছয় থানা। অল্প সময়ে অর্গানাইজড করেছে। অথচ সামনে দেখা যায় না, পেছনে দেখা যায় না।’
উত্তরায় আওয়ামী লীগের সমাবেশস্থলে মোটরসাইকেলে করে যান ওবায়দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘দুর্ভিক্ষ বলে প্রচার করছে। মির্জা ফখরুল মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন মিথ্যাবাদী। তত্ত্বাবধায়ক মৃত, মৃত ইস্যুকে জীবিত করার চেষ্টা করবেন না। স্বপ্ন দেখছেন, স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে।’
বিএনপিকে উদ্দেশে করে কাদের বলেন, ‘পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনেই বলে দেবে কারা ক্ষমতায় থাকবে, কারা চলে যাবে। এত সোজা…।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ও প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এটি সমাবেশ নয়, জন সমুদ্রে রূপান্তর হয়েছে। দেখে মনে হয় এটি উচ্ছ্বাসের একটি প্লাবন। আমরা বাংলাদেশের উন্নয়নের নৌকাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। উন্নয়নের প্লাবনে ষড়যন্ত্রকারীরা ধুয়ে মুছে যাবে।’
জনগণের উদ্দেশে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘এমন দুর্নীতিপরায়ণ নেতাকে নিয়ে নাচবেন না। বেগম খালেদা জিয়ারও সাজা হয়েছে। তিনিও নির্বাচন করতে পারবেন না। বিএনপি একটি নেতৃত্বহীন দল। সেই দলের পেছনে আপনারা হাঁটবেন না।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।