December 23, 2024, 1:16 pm
মোঃমুরাদুজ্জামানঃ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে খুলনা-০৪ নির্বাচনী আসনের সংসদ সদস্যসহ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টার প্রতিবাদে , খুলনা প্রেসক্লাব, হুমায়ুন কবির বালু মিলনায়তনে ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার, বেলা-১২ টায় রুপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফ ম আব্দুস সালাম দলীয় নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য রুপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। রূপসা উপজেলা আওয়ামী লীগের একটি অংশ এমন অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে রূপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফ ম আব্দুস সালাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মো. কামাল উদ্দিন বাদশা গত ২৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন। যা দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের দানা বেঁধেছে। উপজেলা চেয়ারম্যান বরাবরই আওয়ামী লীগ সভানেত্রীর সকল সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধেঅবস্থান নিয়েছেন। এছাড়া কামাল উদ্দিন বাদশা একজন বয়জ্যেষ্ঠ মানুষ হওয়ায় তার সাংগঠনিক কর্মকান্ডে অক্ষমতার পরিচয় দিয়ে আসছেন। যার ফলে রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙ্গে পড়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্তকে অমান্য করা এবং দলীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে মিথ্যাচার করা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এমতাবস্থায় কামাল উদ্দিন বাদশাকে দলের পদ থেকে অব্যাহতি প্রদানের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। যে কারনে পর পর তিনবার তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের কখনো কোনো ধরনের ভয়-ভীতি ও হুমকি দেননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম-সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ইউপি চেয়ারম্যান মোল্লা ওহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান , ইউপি সদস্য যুবলীগ নেতা কামরুজ্জামান সোহেল, আলমগীর হোসেন শ্রাবণ,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাজিব দাস টাল্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।