December 22, 2024, 10:50 pm
জেলা প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শপরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা মহানগর বিএনপির মনিটরিং সেলের সুপারিশক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ৪ নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃতরা হলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শেখ আইনুল আবেদীন মারুফ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুমন হাওলাদার, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বিপুল ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সোহেল বাসার।শনিবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা ও সদস্যসচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।