December 25, 2024, 7:24 pm
নঈমুল আলমঃ খুলনা নগরীর ময়লাপোতা মোড়ের আহসান উল্লাহ কলেজের সামনে আলোচিত সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে গুলি করে হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হাবিবুর রহমান ওরফে সবুজ (৩২)।
গত ৩০শে জানুয়ারি (রোজ মঙ্গলবার )সকালে নগরীর ছোট বয়রা ফয়েজ উদ্দিন স্কুলের পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। বিকালে খুলনা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
পরে তাকে কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তার সবুজ ফুলবাড়িগেটের দিঘির পশ্চিমপাড়ের বাসিন্দা হায়দার আলী ছেলে।