November 14, 2024, 6:35 am

সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত দালাল শূণ্য রুপে দেখা যায় মিরপুর বিআরটিএ কার্যক্রম সার্কেল-১ এর কয়রা উপজেলা উপজেলা সদর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর কয়লা লঞ্চঘাটের সড়কটির বেহাল অবস্থা ডিএনসিসির অভিযানে এবার শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ আদিতমারীতে ২৫০বোতল ফেনসেডিলসহ নার্গিস আক্তার গ্রেফতার পাইগাছায় হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কয়রা আবারও একটি মিললো অজগর সাপ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে রামপুরার একটি বাসা থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কয়রা প্রেসক্লাবে মিথ‍্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনা পাইগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‍্যালী

আইয়ুব আলীঃ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় র‌্যালি, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সমাপনী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপনের শুরুতেই শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

বিশেষ অতিথি ছিলেন, চলতি দায়িত্ব ওসি তুষার কান্তি দাস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ ইমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান এর সঞ্চালনায় বক্তৃতা করেন, পাইকগাছা প্রেসক্লাবের সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী নিজাম উদ্দিন গাজী, যুব কাউন্সিল মুক্তি সরদার, যুব উন্নয়নের মোঃ রবিউল ইসলাম, সফল উদ্যোক্তা মরিচ খ্যাত মলয় কুমার মন্ডল ও আরিফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের সনদ ও ১১জনকে ৭ লাখ ৯০ হাজার ৮ শত টাকার অপ্রাতিষ্ঠানিক যুব ঋণের চেক বিতরণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সফল উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন