December 23, 2024, 3:21 am
আবু সাইদঃ খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে এরশাদুল ইসলাম মোড়ল (৩০) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার রাড়ুলী গ্রামের মো: ইসলাম মোড়লের ছেলে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার সময় এরশাদ উপজেলার রাড়ুলীর বাঁকা বাজারের গণেশের মোড় এলাকায় জনৈক মোস্তফা শেখ এর দ্বিতল ভবনের উপর ঘরের চালের বাটামের কাজ করছিলেন।
এসময় আকষ্মিক সে উঠে দাঁড়িয়ে শরীরের ঘাম মুছবার জন্য মাথায় পেচানো গামছা খুলে হাত উঁচু করতেই চালের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ সমিতির উচ্চ ক্ষমতাসম্পন্ন তারে তার হাত স্পৃষ্ট হয়।
এক পর্যায়ে বৈদ্যুতিক তারে ঘাঁড় স্পর্শ হলে আটকে যায়।এবং ওই অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।স্থানীয়রা তাৎক্ষণিক তাকে বাঁশ-কাঠ দিয়ে ঠেলে নীচে নামানোর আগেই তার মৃত্যু হয়।পারিবারিক সূত্র জানায়, এরশাদ তার বাবা-মায়ের একমাত্র ছেলে। এছাড়া এরশাদেরও ৩ বছরের একটি ছেলে ও ১১ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। সর্বশেষ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।