December 23, 2024, 3:18 am

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬ 

জেলা প্রতিনিধিঃ গত নভেম্বর ২০২৩ হতে ২০২৪ সালের ২১ অক্টোবর পর্যন্ত ৭৪ টি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। বিগত এক বছরে নিহত ১৪ জন এবং আহত ৫৬।জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় নিরাপদ সড়ক চাই নিসচা পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার এমন চিত্র তুলে ধরা হয়।

গত এক বছরের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ হাবিবুল­াহ বাহার বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, সড়ক আইন বাস্তবায়ন না হওয়া, বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, অদক্ষ চালক নিয়োগ করা, ফিটনেস বিহীন গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা, ট্রাফিক আইন না মানা, সচেতনতা, প্রশিক্ষণ ও রাজনৈতিক স্বদিচ্ছার অভাবে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।

তিনি বলেন বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় অত্র উপজেলায় ১৪ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে। নিহতরা হলেন আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মাসুম সানা (২৬), পাইকগাছার মঠবাটী গ্রামের আজিজ দফাদার (৫৬), গজালিয়া গ্রামের ফজিলা বেগম (৬০), লক্ষীখোলা গ্রামের আছিয়া (৫৫), মেছের সরদার (৫২), মৌখালীর খায়রুল ইসলাম (৩৫), ডেমশাখালীর রঘুনাথ মন্ডল, শাহপাড়ার ইসমাইল (৩০), গড়ইখালীর মাহবুব গাইন (২৬), পৌরসভার রিয়াদ (২২), কাশিমনগরের রাধিকা দেবনাথ (৩০) ও কয়রার ৩ জন।

নিসচা’র সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, প্রাক্তণ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, নিসচা সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, এন ইসলাম সাগর ও কৃষ্ণ রায়সহ সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। উলে­খ্য ২০২৩ সালে অত্র উপজেলায় ৫৪ টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৪৮ জন আহত হয়। বিগত বছরের তুলনায় এবছর দুর্ঘটনা এবং মৃত্যু হার বেশি ছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন