December 22, 2024, 10:20 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

খুলনা পাইকগাছায় বিএনপির সাধারণ সম্পাদকের করা সংবাদ সম্মেলন প্রত‍্যাহারের ৭২ ঘন্টার আল্টিমেটাম বৈশম‍্য বিরোধী ছাত্রদের

আয়ুব আলীঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় পাইকগাছা থানায় দায়ের কৃত মামলা সংক্রান্ত বিষয় নিয়ে লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের করা সংবাদ সম্মেলন প্রত্যাহার করার জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন।তিনি বুধবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা মুছা সরদার কে ৭২ ঘন্টার মধ্যে তার করা সংবাদ সম্মেলন প্রত্যাহারের অনুরোধ করেন।

লিখিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী নয়ন বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশের ন্যায় এলাকার সকল স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের পাশে থেকে আমাদের আন্দোলন কে গতিশীল করে।যার ফলশ্রুতিতে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল করে জিরো পয়েন্ট যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে পৌছালে আওয়ামী সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা ও মারপিট করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

এঘটনায় ২১-০৮-২০২৪ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। হামলা কারিদের আমরা সবাই চিনি না, এজন্য ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ব স্ব ইউনিট কে আসামির তালিকা করতে বলা হয় এবং সেভাবেই আসামি তালিকা চুড়ান্ত করা হয়।

মামলায় ভুল ক্রমে কোন নিরপরাধ ব্যক্তি আসামি হলে তদন্ত করে তা প্রত্যাহারের জন্য থানা পুলিশ কর্তৃপক্ষ কে বলা হয়। বয়সের কারণে শিক্ষার্থী ঈশিতা এনাম ঋতু কে সর্বসম্মতিক্রমে মামলার বাদি করা হয়। মামলার পরে আমরা জানতে পারি লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুছা সরদারের ছেলে আবু ঈসা সরদার কে আসামি করা হয়েছে। সাথে সাথে দোষী না হলে তার নাম বাদ দেওয়ার জন্য প্রশাসন কে বলা হয়।

কিন্তু উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ ও তুষার কান্তি মন্ডল এবং সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ ও এনামুল হকের মধ্যে দলীয় গ্রুপিং থাকায় লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে আবু মুছা সরদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনাম ও অর্জন কে কলঙ্কিত করতে মামলার বাদি ঈশিতা এনাম ঋতু ও তার পিতা এসএম এনামুল হক কে জড়িয়ে সম্প্রতি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছে।

শিক্ষার্থী নয়ন রাজনৈতিক গ্রুপিংয়ের বিষয় টি রাজনৈতিক ভাবে সমাধানের পরামর্শ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ব্যবহার না করার অনুরোধ করেন।

এছাড়া সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭২ ঘন্টার মধ্যে কথিত সংবাদ সম্মেলন প্রত্যাহারের জন্য বিএনপি নেতা মুছা সরদার কে আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহার করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন