December 23, 2024, 9:06 am
নঈমুল আলমঃ খুলনা জেলার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বনিক পাড়া গফফারের টাওয়ারের নীচে পুকুর থেকে সুমন (২১) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, পারিবারিক কলহের কারণে শনিবার (২৮ অক্টোবর) বাড়ি থেকে বের হয় সুমন (২১)। দুই দিন অতিবাহিত হলেও সে আর ঘরে ফেরেনি। সোমবার (৩০ অক্টোবর) ছেলেকে পাওয়া যাচ্ছে না মর্মে সুমনের মা দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি করার একদিন পরেই মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে নিহত সুমনের বাড়ি সংলগ্ন দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উঃ বণিকপাড়া গফফার মাস্টারের পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পার্শ্ববর্তী লোকজন এবং তার স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরে তার স্বজনরা লাশ শনাক্ত করে। নিহতের পরনে জিন্সের প্যান্ট ছিলো।
খবর পেয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিন) সোনালী সেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন দুর্নীতি রিপোর্ট কে বলেন, নিহতের কারণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছেনা।