October 23, 2024, 6:22 am

সংবাদ শিরোনাম :
খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার

খুলনা ডুমুরিয়ায় ৩ টি বাড়িতে চুরি

নঈমুল আলমঃ খুলনায় ডুমুরিয়ায় তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বরাতিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা পাশ্ববর্তী কাঁঠালতলা বাজারে ধর্মীয় মঠ উৎসবে যাওয়ার সুযোগে এ চুরির ঘটনা ঘটে।

ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের মৃত অশ্বিনী মুর্খাজীর ছেলে ও খর্ণিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মুর্খাজী জানান, বুধবার সন্ধ্যায় তিনিসহ পরিবারের সদস্যরা পাশ্ববর্তী কাঁঠালতলা বাজারে ধর্মীয় অনুষ্ঠান মঠ উৎসবে যান। এখান থেকে রাত আনুমানিক ১০ টার দিকে বাড়ি ফিরে তারা চুরির ঘটনা দেখতে পান। এসময় চোরেরা বাড়ির পাচুলী অতিক্রম করে বারান্দার গ্রীল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে দেড় ভরি ওজনের সোনার নেকলেস, ১ভরি কারেন ঝুমকা, ১ভরি ভাটিয়ালি চেইন, আট আনা কোমল চেইন, ১ ভরি কানের দুটি বালা, ১ভরি শাখা বাঁধানো বালা, আট আনা পলা ও স্বর্ণের আংটিসহ প্রায় ১০ভরি স্বর্ণলংকার চুরি করে নিয়ে গেছে। একই গ্রামের মৃত রাজ বিহারী মল্লিকের ছেলে আনন্দ মল্লিক জানায়, তাদের ১টি স্বর্ণের আংটি, ১জোড়া কানের দুল, দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৩৫ হাজার চুরি করে নিয়ে গেছে।গনেশ দত্তের ছেলে বাসুদেব দত্ত জানায়, বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে নগত ৩ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ২ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

এঘটনায় ওই রাতেই ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন