December 23, 2024, 4:10 pm
নঈমুল আলমঃ খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। গত ২৪শে জুন সোমবার দিবাগত রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আরিফ যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত সোয়া ১১ টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে মোঃ আরিফ হোসেনকে (৪০) সন্ত্রাসীরা একটি কালো রংয়ের মোটরসাইকেলে হেলমেট পড়ে এসে মাথার বাম সাইডে কানের পাশে ও বুকের বাম সাইডে ও বাম বোগলের নিচে এলোপাথাড়ি গুলি করে দ্রুত মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ হোসেন ৩৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক বলে জানা যায়।খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রাত ১১ টার পর কুয়েট পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন। যদিও ঘটনাটি আড়ংঘাটা থানা এলাকায় ঘটেছে।