December 26, 2024, 7:07 pm
বিশেষ প্রতিনিধিঃ গত ২৮শে ডিসেম্বর(রোজ বৃহস্পতিবার )আনুমানিক রাত ১০:০০ টায় দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা পশ্চিমপাড়া ক্রস রোড এর বাসিন্দা,ইজিবাইক চালক মোঃ সেলিম হোসেন কে অজ্ঞাত ৪/৫ জন দুস্কৃতকারি ডিবি পুলিশের পরিচয়ে সিএনজিতে করে কুয়েটের আইটি পার্কের গেইট দিয়ে সিকিউরিটি গার্ডের সহায়তায় আইটি পার্ক সংলগ্ন নিয়ে যায় এবং ২০,০০০ (বিশ হাজার )টাকার দাবি করে।
টাকা যখন দিতে না পারে তখন লোহার পাইপ,রড,ও উইকেট দিয়ে মারপিট করে আহত অবস্থায় আইটি পার্কের গেইটের বাহিরে ফেলে রেখে যায়। এখন ইজিবাইক চালক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এখন তার অবস্থা আশংকাজনক। পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীকে জানাই আজ ( শুক্রবার )দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাধারণ মানুষের এখন প্রশ্ন একটায়,কুয়েট ক্যাম্পাসের ভিতরের অবস্থা যদি এই হয়।তাহলে কুয়েটের ছাত্রছাত্রীর নিরাপত্তা আছে কি?
কুয়েট প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে দুস্কৃতকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক।