December 22, 2024, 5:17 pm
নঈমুল আলমঃ খুলনা নগরীর হাজী মহসিন রোডে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সোহেল (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ১৮ডিসেম্বর(বুধবার) রাত সাড়ে ৮টা ১৫মিনিটের দিকে এ ঘটনা ঘটে।নিহত সোহেল খুলনা নগরীর সদর থানাধীন বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা মোঃ খালেক এর ছেলে।
সোহেল একজনরাজমিস্ত্রি প্রত্যক্ষদর্শীরা জানায় হাজী মহসিন রোড এর আরজেন আলী লিলেনের সামনে একটি দোকানে সোহেল এবং অপর এক ব্যক্তির সাথে বাঘ বিতান্ডার একপর্যায়ে হাতাহাতি হয় ।
পরে সোহেল দৌড় দিলে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তার পিঠের ডানপাশে গুলি লাগে পেটের বাম সাইড থেকে বের হয়ে যায়।পরে পুলিশ এসে সোহেলকে উদ্ধার করে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সোহেলের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাজাপুরে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল গিয়াস বলেন, গুলিতে সোহেল নামের এক যুবক মারা গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।