October 22, 2024, 1:27 pm

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

নঈমুল আলমঃ খুলনা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে গেছে। গত ২৪-০২-২০২৪ (রোজ শনিবার )দিবাগত রাত ১২টার দিকে নগরীর ফেরিঘাট মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- নুসা ফার্নিচার, আল আমিন স্টিল স্টোর, জিয়েল বুক হাউজ ও বলাকা বুক হাউজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডাক বাংলো এলাকার সোনালী ব্যাংকের সামনে নুসা ফার্নিচারের দোকানে আকস্মিকভাবে আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নগরীর টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুরসহ দমকল বাহিনীর ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অবশেষে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। রাত ১২ টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বইয়ের দুটি দোকানসহ মোট চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন