October 23, 2024, 10:33 am

সংবাদ শিরোনাম :
খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২ জন

নঈমুল আলমঃ খুলনায় বিদেশে পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার রামগঞ্জের মোঃ মানিকের ছেলে সোহাগ হোসেন (৩৫) এবং খুলনার টুটপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৩)। এরমধ্যে খুলনায় ভাড়া বাড়িতে থেকে সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত ছিল।

প্রেসব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে নগরের লবণচড়া থানা দিন আমতলা মদিনাবাদ উকিলের কালভার্টের সামনে পুলিশের একটি টিম টহলরত ছিল। এ সময় মোঃ সোহাগ হোসেন নামের এক যুবক পুলিশকে দেখে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে সন্দেহবশত: তাকে দাড় করানো হয়। কি করে দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ ও তার দেয়া তথ্য মতে নিকটবর্তী আর্জুর কালভার্ট এলাকা থেকে তার সহযোগী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যমতে রাতেই খান বাহাদুর সড়কস্থ মতি মিয়ার মিলের উত্তর পাশে সোহেল নামক এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির টিনের নিচে বালুর ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ লোড করা একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লবনচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, মাদকসহ ফৌজদারি আইনে একাধিক মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন