October 22, 2024, 8:55 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

খুলনায় নির্ধারিত সময় প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ সিটি মেয়রের

জেলা প্রতিনিধিঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যে কোন মূল্যে নির্মাণ কাজের গুণগত মান সঠিক রাখতে হবে। পাশাপাশি পবিত্র রমজান মাসে নগরবাসীর সুবিধার্থে ভ্রাম্যমান আদালত চালু রাখা ও নগরবাসীর চলাচলের জন্য ফুটপাথ উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।গত ১৪ই মার্চ ( বৃহস্পতিবার ) দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির ৫ম সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় স্কীম গ্রহণের লক্ষ্যে সভাটি আহবান করা হয়।

সভায় কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৩৬ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে নগরীর ৩১টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনসহ সর্বমোট ১৬টি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।কেসিসির মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, আইন উপদেষ্টা এ্যাড. মোঃ আইয়ুব আলী শেখ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মুনতাসির হাসান খান, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, বেসরকারী সংস্থা রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো প্রধান এস এম জাহিদ হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান, মোঃ সাহেব আলী, মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হালিমা ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু সহ কমিটির অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সবায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন